Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Sunayakanda ancient Jami Mosque
Details

সুনাইকান্দা প্রাচীন জামে মসজিদটি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামে অবস্থিত। গ্রামের নামানুসারে উক্ত মসজিদটি নামাকরন করা হয়। ৮২ শতাংশ ভূমি নিয়ে নির্মিত আনুমানিক ৪০০(চার শত) বছর আগের এই মসজিদটিতে বিদ্যমান রয়েছে সুনিপুণ কারুকার্য। প্রতিদিন নামাজের সময় শত শত মুসল্লীর পদচারনায়  এবং নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি একটি স্বতন্ত্র স্বকীয়তা অর্জন করেছে। উক্ত মসজিদটি পরির্দশন করতে দেশের বিভিন্ন স্থান হতে ধর্ম প্রান মুসলমানরা আগমন করে। এখানে জুমার নামাজ ও ঈদের নামাজ সহ অনেক মুসল্লি সমবেত হয়।